সম্পাদকীয়

বিশ্ব মুসলমানদের ঐক্যের প্রতীক হজ্জ। আমীর-ফকির, ধনী-গরীব, সাদা-কালো বিভিন্ন বর্ণের মুসলমানরা মহান আল্লাহর নির্দেশ পালনার্থে কাবাতুল মুশাররাফায় হাজির হন। হজ্জ মূলত আমাদের আদি পিতা হযরত ইবরাহীম আ., তাঁর সহধর্মিনী হযরত হাজেরা আ. ও পুত্র হযরত ইসমাঈল আ.-এর সোনালি স্মৃতির উজ্জ্বল সাক্ষ্য বহন করে আসছে। মক্কায় হজ্জের কার্যাবলী সমাধানের পর হাজিদের অন্যতম প্রধান কাজ মদিনাতুল মোনাওয়ারায় প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক যিয়ারত করা। সৌদির ওয়াহাবী সরকার মদিনা শরীফ যিয়ারতের জন্য হাজিদের বিভিন্ন কৌশলে নিরুৎসাহিত করে। কিন্তু মাছের প্রাণ যেভাবে পানিতে ঠিক তেমনি একজন মুমিন মুসলমানের অন্তরাত্মা মদিনার সাথে নিবিড় বন্ধনে আবদ্ধ। টাকার গোলাম ওয়াহাবী মৌলভীদের সস্তা ও মিথ্যা বুলি উপেক্ষা করে হাজিরা মদিনা শরীফে হাজির হন। প্রাণ উজাড় করে প্রিয়তম নবীর রওজায়ে আতহারে সালাতু সালাম পেশ করেন।
অত্যন্ত পরিতাপের বিষয়, ওমরাহ পালনকালে সৌদির পৌষ্য মৌলভিরা হাজিদের হাত থেকে দুরুদশরীফের ওজিফা কেড়ে নিয়ে যায়। এসব ভাড়াটে মৌলভিরা হাজিদের সম্মুখে অনর্গল বক্তব্য দিয়ে যায়-‘নবী মরে মাটির সাথে মিশে গেছেন-এই কবরে এখন কিছুই অবশিষ্ট নাই।’ বরাবরই তাদের লাগামহীন বক্তব্য ও রূঢ় আচরণে হাজিরা কষ্ট পান। অথচ মদিনা যিয়ারতের প্রতি নবীয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তাকিদ দিয়ে বলেছেন-‘যে ব্যক্তি হজ্জ সম্পাদন করতে মক্কায় আসল কিন্তু আমার যিয়ারতে মদিনায় আসল না সে আমার দলভুক্ত নয়।’ অপর হাদিসে তিনি বলেছেন-‘যে আমার যিয়ারতে আসল না-সে যেন আমাকে কষ্ট দিল।’ তিনি আরো বলেন-‘যে আমার কবর যিয়ারত করল তার জন্য শাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেল।’
সৌদিআরবের বর্তমান যুবরাজ মুহাম্মদ বিন সালমান তার দেশকে একটি আধুনিক পর্যটন রাষ্ট্রে পরিণত করতে সেখানে নারীদের পর্দাপ্রথা উচ্ছেদে উৎসাহিত করছেন, পাশ্চাত্য সিনেমার অনুমতি দিচ্ছেন, শহরে শহরে খোলা জায়গায় গান-বাজনার ব্যবস্থা করছেন। সব মিলিয়ে সৌদিকে তিনি পাশ্চাত্যের মত ঢেলে সাজাতে চাচ্ছেন। অথচ এ ভূমির প্রতিটি বালুকণা, শ্বাস-প্রশ্বাস, অণু-পরমাণুতে মিশে আছে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লামের প্রাণের স্পন্দন। এ ভূমির পবিত্রতা নষ্ট করলে যে ধ্বংস অনিবার্য তা তাদের অনুধানেও আসছে না।
সৌদি প্রিন্সের শুভবুদ্ধির উদয় হোক। হাজিরা নিরাপদে হজ্জ সম্পাদন করুন। এটাই আমাদের প্রত্যাশা।

Comments

comments

About

Check Also

রাসুলুল্লার হিজরাত : প্রাসঙ্গিক ভাবনা

পৃথিবীতে তখন ঘোর অমানিশার রাজ। চারিদিকে বিশৃঙ্খলা, নৈরাজ্যের দৃঢ় ভিত্তি স্থাপিত হয়েছে। যে ভিন্নতার জন্য …